নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য অনির্ধারিত বৈঠকে বসেছিল নতুন নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাছির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে দেশের ভোটার তালিকা প্রণয়ন ও সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে আলোচনা হতে পারে।
বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন আয়োজনে কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি
গত ২ নভেম্বর সাবেক সচিব এ এম এম নাছির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অন্য কমিশনাররা হলেন-সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।