তারা হলেন- মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) ওবায়দুর রহমান জানান, ডিবি পুলিশ সোমবার এ দুজনকে আটক করেছে। তবে আটকের কারণ তিনি জানাননি।
এদিকে, মঞ্চের ঢাবি শাখার সভাপতি সনেট মাহমুদ ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে দুজনের আটকের কথা জানিয়েছেন।
তিনি লেখেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন এবং ঢাবি মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে আটক করেছে ডিবি পুলিশ।’
প্রকৃত অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু কেউ যেন বলির পাঁঠা না হয়।’
ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কর্তৃপক্ষর প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন যে ডাকসু ভিপি নুরুল হক নুর ও অন্যাদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন কয়েক শ শিক্ষার্থী। দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য’ ব্যানারে এক বিক্ষোভ সমাবেশে তারা এ আল্টিমেটাম দেন।
রবিবার এক হামলায় ডাকসু ভিপি নুরসহ কমপক্ষে ২৩ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে নুরসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। আহতদের মধ্যে তুহিন ফারাবিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে পরে আবার কেবিনে আনা হয়।