পদ্মা সেতু খোলার প্রথম দিনেই দুর্ঘটনায় গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন মো. আলমগীর (২৪) ও ফজলু (২৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার রাত ৮টার দিকে মোটরসাইকেলে পার হওয়ার সময় পদ্মা সেতুতে প্রথম এই দুর্ঘটনা ঘটে।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রবিবার সকাল ৬টার দিকে সেতুর গেট খুলে দেয়ার পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শত শত বাস, ট্রাক, গাড়ি, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।
সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগের জারি করা নিষেধাজ্ঞা সোমবার সকাল ৬টা থেকে কার্যকর হয়েছে।