পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনায় মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলচলারত ফেরি শাহজালালের মাস্টার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শুক্রবার বিকেলে জানিয়েছে, সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ওই ফেরির মাস্টার আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুনঃ পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, আহত ২০
বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে পদ্মা সেতুর ১৭ নম্বর খুঁটির সঙ্গে রো রো ফেরি শাহজালালের প্রচন্ড ধাক্কা লাগে। এতে ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র হয়েছে। ফেরিতে থাকা ৩৩ যান একটি আরেকটির সঙ্গে ধাক্কা লাগে। ফেরির প্রায় দুই হাজার যাত্রীর অনেকেই ফেরির ওপর পড়ে যায়। এদের মধ্যে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তছনছ হয়ে গেছে ফেরির ভেতরের কেন্টিন।
আরও পড়ুনঃ ২০ বছর পর আরিচা কাজীরহাটে ফেরি সার্ভিস চালু
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের মাওয়ার কাছে পদ্মা সেতুর খুঁটির সঙ্গে শাহজালালের এই ধাক্কার ঘটনা ঘটে।এতে খুঁটির বড় ধরনের ক্ষতি না হলেও ঘটনার পুনরাবৃত্তিরোধে সেতু কর্তৃপক্ষের এ ব্যাপারে জরুরি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে। এই ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুনঃ শনিবার থেকে দিনে ফেরি চলাচল বন্ধ ঘোষণা
বরখাস্ত হওয়া শাহজালালের মাস্টার আব্দুর রহমান দুর্ঘটনার পর জানিয়েছিলেন, ফেরির ইলেকট্রনিক সার্কিট ব্রেকার পড়ে যাওয়ায় স্টেয়ারিং বিকল হয়ে যায়। তবে দ্রুত ঠিক হলেও এর আগেই প্রবল স্রোতে ফেরিটির সমানের অংশ পদ্মা সেতুর খুঁটির সাথে ধাক্কা লাগে। ভাগ্য ক্রমে বেঁচে যায় যাত্রীরা। আঘাতটি পানির লেভেলের নিচে হলে ফেরিটি ডুবে যেতে পারতো।
পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, চলতি মাসেই এই নিয়ে তিনটি ফেরি সেতুর ঘুঁটিতে আঘাত করেছে। পদ্মা সেতুর মত জাতীয় সম্পদটির রক্ষায় পদক্ষেপ নেয়া জরুরি।