পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে ভারত সরকার কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমি বুঝতে পেরেছি যে এই প্রতিবেদনগুলোর (গণমাধ্যমে প্রকাশিত) যথার্থতা নিয়ে আসলে একটি বিতর্ক আছে।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি বাংলাদেশ কর্তৃপক্ষ থেকেও স্পষ্ট করা হয়েছে। তাই এ বিষয়ে (পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বিষয়ে) আমার কিছু বলার নেই।’
এদিকে এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি সে প্রসঙ্গে কিছু বলিনি। আমি স্থিতিশীলতার কথা বলেছি। আমি বিশ্ব প্রেক্ষিতে স্থিতিশীলতার কথা বলেছি, যেখানে অস্থিতিশীলতা বিরাজ করছে।’
আরও পড়ুন: ভারতকে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ঠিক কি বলতে চেয়েছিলেন তার ব্যাখ্যা দিয়ে তিনি সংবাদকর্মীদের বলেন,‘তাই স্থিতিশীলতা খুব গুরুত্বপূর্ণ। আমরা এ অঞ্চলের স্থিতিশীলতা চাই। আমরা কোনো অস্থিতিশীল অবস্থা চাই না। আমরা যদি তা করতে পারি, আমাদের সম্পর্কের সোনালি অধ্যায়ের জন্য তা অর্থবহ হবে।’
আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ভারত সফরের বিষয়ে অরিন্দম বাগচি বলেছেন, এই মুহূর্তে তার কিছু বলার নেই কারণ উচ্চ পর্যায়ের সফর ঠিক সময়েই ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে পররাষ্ট্রমন্ত্রীকে লিগ্যাল নোটিশ