ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় রাতে মডেলদের নিয়ে পার্টি ও বিদেশে প্লেজার ট্যুরের আয়োজক শরফুল হাসান ওরফে মিশু হাসান এবং তার সহযোগী মাসুদুল হাসান ওরফে জিসানের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত শুনানি শেষে পৃথক তিন মামলায় মিশুর ৯ দিন এবং তিন মামলায় জিসানের সাত দিনের রিমান্ডের আদেশ দেন।
আরও পড়ুনঃ রাজধানীতে মাদক সম্পৃক্ততার অভিযোগে আটক ২
মিশুর অস্ত্র মামলায় পাঁচ দিন, পর্নোগ্রাফি আইনের মামলায় এক দিন এবং মাদক মামলায় তিন দিনের রিমান্ড এবং জিসানের ভাটারা থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তিন দিন এবং পর্নোগ্রাফি আইনের একদিন। এছাড়া খিলক্ষেত থানায় দায়ের করা মাদকের মামলায় তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
এর আগে ভাটারা ও খিলক্ষেত থানার পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে মিশুর অস্ত্র, পর্নোগ্রাফি এবং মাদক আইনের মামলায় ১০ দিন করে ৩০ দিন এবং বিশেষ ক্ষমতা ও পর্নোগ্রাফি আইনের মামলায় জিসানের ১০দিন করে ২০দিনের এবং খিলক্ষেত থানার মাদক মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করে।
আরও পড়ুনঃ নায়িকা পরীমণি আটক, মাদক উদ্ধার
আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
আরও পড়ুনঃ মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা
উল্লেখ্য মঙ্গলবার (৩ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ শরফুল হাসান ওরফে মিশু হাসান (৩১) ও জিসানকে আটক করে র্যাব।