ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির সাথে ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের সম্পর্ক তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার রাতে পুলিশ সদর দপ্তর ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মিয়া মাসুদ করিমকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপ-কমিশনার (ডিসি) হামিদা পারভীন এবং সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস) রুমানা আক্তার।
কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, গত ১৩ জুন ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন চলচ্চিত্র নায়িকা পরীমণি। এরপর পরীমণির মামলায় আসামি হিসেবে ক্লাব নেতা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে এই ঘটনায় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ পরীমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তখন থেকেই গোলাম সাকলায়েনের সাথে পরিচয় হয় পরীমণির। এরপর থেকেই তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মামলা তদন্তের সূত্রে পরিচয় থেকে ওই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে প্রেমে জড়ান পরীমণি। তবে বুধবার রাতে বনানীর ফ্ল্যাট থেকে পরীমণিকে আটকের পর জিজ্ঞাসাবাদে গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ফাঁস হয়।
সম্প্রতি ফাঁস হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১ আগস্ট সকাল ৮টার দিকে পরীমণি নিজের গাড়ি নিয়ে গোলাম সাকলায়েনের বাসায় যান। প্রায় ১৮ ঘণ্টা পর রাত ২টার দিকে পরীমণি ওই বাসা থেকে বের হয়ে যান।
প্রতিবেদনের পর গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েনকে ডিবির সব ধরনের কার্যক্রম থেকে অপসারণ করা হয় এবং শনিবার তাকে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম (পশ্চিম) বিভাগে বদলি করা হয়।
এ সম্পর্কিত আরও খবর: পরীমণিকাণ্ডে ডিবির এডিসি সাকলায়েনকে বদলি