রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ জুন) দিবাগত রাত ১২ টা ২০ মিনিটের দিকে পল্টন থানাধীন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) বিপরীত পাশে এ ঘটনা ঘটে। এই ঘটনায় একটি প্রাইভেটকারসহ তিনজন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ৯ হাজার ৫০০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।
আহত পুলিশ সদস্যরা হলেন— সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন। তারা ডিবির লালবাগ বিভাগের দায়িত্বে ছিলেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, গুলিবিদ্ধ দুজন চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন: রাজধানীর শাহবাগে ছুরিকাঘাতে যুবক খুন
ঘটনার বিষয়ে পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন খবরের ভিত্তিতে ডিবির লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে সিপিএইচের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেট কারের গতি রোধ করার চেষ্টা করেন। এ সময় ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়।
এতে এএসআই আতিক হাসানের পেটের বাঁ পাশে ও কনস্টেবল সুজনের বাঁ হাঁটুতে গুলি লাগে। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে এএসআই আতিক হাসান কে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সী সেন্টার (ওসেক) এ রাখা হয়েছে। আর সুজনকে ক্যাজুয়ালিটি বিভাগে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।