শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাঠ্যবইয়ের কাগজ বেশি ব্রাইট হলে, তা চোখের জন্য ক্ষতি হতে পারে।
তিনি বলেন, এ বছর ছাপানো পাঠ্যবইয়ের কাগজের মান খারাপ নয়, ব্রাইটনেস কম, কিন্তু মান ভালো।
এছাড়া কাগজের রং কিছুটা ভিন্ন হলেও, তা নিউজপ্রিন্ট নয়।
আরও পড়ুন: নতুন কারিকুলামে শিক্ষকের দায়িত্বশীলতা নিয়ে শিক্ষামন্ত্রী যা বললেন
বুধবার (৪ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে নিবন্ধিত জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ করেন শিক্ষামন্ত্রী।
এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ছাপানো কাগজ অনেক বেশি সাদা বা ব্রাইট হলে, তা চোখের জন্য ততো ভালো না, চোখের ক্ষতি হতে পারে। আমাদের দেশে সবাই মনে করে, বই যত বেশি সাদা হবে তত বেশি ভালো, কিন্তু তা নয়।
দীপু মনি বলেন, করোনা মহামারির ও বৈশ্বিক মন্দার পর নানা প্রতিবন্ধকতা পার করে এবার বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে। যে সব শিক্ষার্থী কিছু বই পাননি, এসব বইগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের হাতে পৌঁছে যাবে, ইনশাল্লাহ।
তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, মেট্রোরেলের ভাড়া কম হওয়ায় শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া কম নেয়ার কোন পরিকল্পনা এখনো নেয়া হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা মৎস্য অফিসার গোলাম মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, আলী আরশাদ মিয়াজিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
আরও পড়ুন: রাজশাহীতে কলেজ অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনায় শিক্ষামন্ত্রী বিব্রত