দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানি পরিবহনের একটি ট্যাংকলরি বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার(১৮ নভেম্বর) সন্ধ্যায় বিষ্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
পাবর্তীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, একটি ট্যাংকলরির ট্যাংকিতে ছিদ্র ধরা পড়ে।
এটিতে পানি ভর্তি করে পার্বতীপুরের বাস টার্মিনালের কাছে রতন মোটর গ্যারেজে ওয়েল্ডিং ও ঝালাইয়ের ছিদ্র বন্ধ করা হচ্ছিল। এসময় আগুনের তাপে ট্যাংকির মধ্যে সৃষ্ট গ্যাসের চাপে বিষ্ফোরণ ঘটে। এতে ট্যাংকলরির সামনে ও পিছনের অংশ উড়ে গেছে।
আররও পড়ুন: দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ কিশোর নিহত
বিষ্ফোরণে আহত ঝালাই মিস্ত্রী রতন (৩৫) পরে মারা গেছেন।
নিহত রতন জেলা শহরের শেখপুরা রেলগেট এলাকার আবুল কালামের ছেলে।
দুর্ঘটনায় তার সহকারী নাহিদ (১৬) ও দুরন্ত পরিবহনের হেলপার বাদশা (২০) আহত হয়েছেন। উভয়কে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন: ময়মনসিংহে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১