মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. শহীদুল ইসলাম (৩৫), মো. হুমায়ুন (৪৫) ও মো. জামাল হোসেন (৩৬)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিভিন্ন স্থানে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়ীয়া থেকে একটি পিকআপ ভ্যানযোগে গাঁজার একটি বড় চালান ঢাকায় আনা হচ্ছে এমন সংবাদে র্যাবের একটি দল রাত সাড়ে ৯টার দিকে একটি চেক-পোস্ট স্থাপন করে। রাত পৌনে ১১টার যখন পিকআপ ভ্যানটি চেক-পোস্টের কাছে পৌঁছায়, তখন চালককে ভ্যানটি থামাতে নির্দেশ দেয় র্যাব। এ সময় মাদক ব্যবসায়ীরা পালাতে চেষ্টা করে।
পরে র্যাব তাদের ধাওয়া করে আটক এবং পিকআপ ভ্যানের ভেতর থেকে গাঁজা ৭৫ কেছি গাজা জব্দ করা হয়।
র্যাব জানায়, পিকআপ ভ্যানের বডির লোহার পাতের ভেতরে কৌশলে গাঁজাগুলো লুকিয়ে রাখা হয়। র্যাব তল্লাশি করে সেগুলো উদ্ধার করে।