তারা হলেন সুকুমার মৃধা এবং তার মেয়ে অনিন্দিতা মৃধা।
দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন জানান, সকাল ১০টায় দুদক প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পিকে হালদার প্রথমে রিলায়েন্স ফাইন্যান্স ও পরে এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাংকবহির্ভূত আরও চারটি আর্থিক প্রতিষ্ঠান নিজ কর্তৃত্ব ও নিয়ন্ত্রণে নেন বলে অভিযোগ ওঠে। এসব প্রতিষ্ঠান থেকে ঋণের নামে সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ ওঠে পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে।
আরও পড়ুন: অর্থপাচারকারী পিকে হালদারের বান্ধবী ৩ দিনের রিমান্ডে
টকশো’তে পিকে হালদার: একাত্তর টিভির ব্যাখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট
পিকে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি
দুদক গত বছরের জানুয়ারিতে ২৭৪ কোটি ৯১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। পরবর্তী সময়ে দুদকের অধিকতর তদন্তে পিকে হালদারের আরও বিপুল সম্পদের তথ্য মেলে।
পিকে হালদারের মা লীলাবতী হালদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর এবং সাবেক সচিব ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান এনআই খানসহ ২৫ জনের দেশত্যাগের ওপর গত ৫ জানুয়ারি নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট।
পিকে হালদারকে গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রগতি জানার পর ক্ষতিগ্রস্ত পাঁচ আমানতকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আরও পড়ুন: পিকে হালদারকে ফেরাতে কী পদক্ষেপ, জানতে চায় আদালত
টাকা উদ্ধারে সহযোগিতা করতে দেশে ফিরতে চান পিকে হালদার
এদিকে, বিদেশে পলাতক পিকে হালদারের বিরুদ্ধে ৮ জানুয়ারি রেড নোটিশ জারি করে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল।