পিরোজপুরের ভান্ডারিয়ায় খালে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। বুধবার (২৯ মার্চ) দুপুরে জেলার ভান্ডারিয়া উপজেলার তেলাখালী ইউনিয়নের বর্ডার ব্রীজ খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো-নুর মোহাম্মদ (১১) জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামের ইসমাইল হাওলাদারের পুত্র এবং মো. হাসিবুল (১০) ঢাকার উত্তর বাড্ডা এলাকার ওসমান গণির পুত্র।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামে নানা বাড়িতে কয়েকদিন আগে ঢাকা থেকে বেড়াতে আসে হাসিবুল। দুপুরে হাসিবুল মামা নুর হোসেনের সঙ্গে গোসল করার জন্য বর্ডার ব্রীজ খালে যায়। গোসল করতে গিয়ে অনেক সময় বাড়িতে না আসায় বাড়ির লোকজন খোঁজা-খুজি করার পরে খাল পাড়ে ঘাটের পানির নিচ থেকে তাদের দুই জনকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসার ডাক্তার অমিত হাসান বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।