পুঁজিবাজারের বর্তমান অবস্থা এবং ফ্লোর প্রাইসসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আগামী ৭ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে বসবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর প্রতিনিধি দল।
প্রক্রিয়াটির সঙ্গে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, বন্ড বাজারের উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, কমপ্লায়েন্স অবকাঠামো এবং বাজারে প্রয়োগের ব্যবস্থা নিয়েও বৈঠকে আলোচনা করা হবে।
বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সোমবার ইউএনবিকে বলেন, নিয়ন্ত্রক সংস্থা বৈঠকের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনায় বসেছে আইএমএফ দল
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
চলমান দরপতন ঠেকাতে চলতি বছরের ২৮ জুলাই পুঁজিবাজারে বিএসইসি ফ্লোর প্রাইস পদ্ধতি শুরু করে।
এরপরও বাজার বাড়লেও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর দুই-তৃতীয়াংশ বর্তমানে সর্বনিম্ন মূল্যেই আটকে আছে। বিনিয়োগকারীদের ইচ্ছা থাকা সত্ত্বেও এসব কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারছেন না।
ফলে পুঁজিবাজারে লেনদেন ক্রমাগত কমছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের মধ্যে বাংলাদেশের চাওয়া সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন থেকে বৈশ্বিক ঋণদাতা আইএমএফের একটি প্রতিনিধিদল ২৬ অক্টোবর ঢাকায় এসেছে।
আরও পড়ুন: আইএমএফের হিসাবে আরও কমে যাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ!
আইএমএফের সঙ্গে ঋণ নিয়ে আলোচনা সন্তোষজনক: কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র