র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, পুলিশের হেফাজত থেকে সাজাপ্রাপ্ত দুই জঙ্গি পালানোর দায় আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে র্যাবের ওপর হামলার ঘটনায় ৫ জনের কারাদণ্ড
র্যাবের এই পরিচালক বলেন, আগে গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে ব্যবস্থা নেয়া বা পালিয়ে যাওয়া ঠেকানো সম্ভব হতো। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়াতে পারে না।
দুই জঙ্গি ইতোমধ্যে দেশ ছেড়েছে কি না জানতে চাইলে মঈন বলেন যে এ বিষয়ে এখনই তিনি কিছু বলতে পারবেন না।
তিনি আরও বলেন, ‘আমরা বিভিন্ন স্থানে তাদের গতিবিধির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছি।’
২০ নভেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত চত্বর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেয়া হয়। উভয়ই প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
অন্য দুই আসামি আরাফাত ও সবুরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হলেও ব্যর্থ হয় তারা। এ ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আরও পড়ুন: ফারদিন হত্যার তদন্তে অগ্রগতি করেছে আইনশৃঙ্খলা বাহিনী: র্যাব
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র্যাব