জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সভাপতিত্বকালে তিনি বলেন, ‘যাদের গাফিলতির কারণে প্রকল্পের নকশা ত্রুটিপূর্ণ এবং সময় ও অর্থ উভয়ের অপচয় হয় তাদের চিহ্নিত করুন।’
রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বৈঠক শেষে সাংবাদিকদের অবহিত করেন।
শক্তিশালী বিরোধীদল অবশ্যই দরকার: প্রধানমন্ত্রী
তিনি জানান, বৈঠকে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি নিয়ে আলাপকালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর তাকে জানাতেও বলেছেন।
অনেক ক্ষেত্রে প্রকল্প সংশোধনের প্রস্তাবে নতুন বিষয় যুক্ত করা এবং তাতে ব্যয় বেড়ে যাওয়া নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা বলেন, ‘নকশা করার সময় আপনারা কি প্রকল্পের সাইটে যাননি?’
গৃহহীনদের সহায়তায় প্রধানমন্ত্রীর বিরল দৃষ্টান্ত
সেতু নির্মাণ প্রকল্প নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন যেন জায়গা নির্বাচনের সময় সতর্ক থাকা হয়। যাতে কাউকে সুবিধা না দিয়ে উপযুক্ত জায়গায় সেতু নির্মাণ করা হয়। সেতু এমন জায়গায় বানাতে হবে যাতে মানুষ উপকৃত হয়, বলেন প্রধানমন্ত্রী।
যত্রতত্র সেতু বানিয়ে নদীর পানির প্রবাহ বাধাগ্রস্ত না করতে এবং নদী ও খালে যাতে নৌযান চলাচল ও পানির প্রবাহ বাধাগ্রস্ত না হয় সে জন্য যথাযথ উচ্চতা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আর্থ-সামাজিক উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
‘এটি ভালো যে সারা দেশে সেতু নির্মিত হয়েছে। কিন্তু আপনাদের কোনো মাস্টার প্ল্যান নেই কেন?’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ইঙ্গিত করে প্রশ্ন রাখেন তিনি।
পরিকল্পনামন্ত্রীকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে শেখ হাসিনা বলেন, ‘এই ধরনের চর্চা সহ্য করা হবে না।’
দীর্ঘ সময় ধরে আ’লীগ ক্ষমতায় থাকায় উন্নয়ন গতি পেয়েছে: প্রধানমন্ত্রী
স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল, আজ তারাই ব্যর্থ: প্রধানমন্ত্রী