অবৈধভাবে ‘সরকারি নথি সংগ্রহের চেষ্টা এবং তার ছবি তোলার’ অভিযোগে সোমবার প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী রাতে শাহবাগ থানায় মামলা করেন।
রমনা বিভাগের এডিসি হারুন উর রশিদ জানান, রোজিনা ইসলামের বিরুদ্ধে ৩৭৯, ৪১১ ধারা এবং অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট এ মামলা হয়েছে।
তবে সাংবাদিক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
রোজিনাকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রাখার পর রাত পৌনে ১০টায় পুলিশে সোপর্দ করা হয়।
রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। পরে খবর পাওয়া যায় তাকে সেখানে কর্মকর্তারা একটি কক্ষে আটকে রেখেছেন।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, অনুমতি ছাড়া বেলা ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে রোজিনা স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের ব্যক্তিগত সচিবের কক্ষে প্রবেশ করেন।
তিনি দাবি করেন, ‘রোজিনা অনুমতি ছাড়া কিছু নথির ছবি তোলেন। পরে সেগুলো তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।’
এ বিষয়ে স্বাস্থ্য সচিব লোকমান হোসেন কথা বলতে রাজি হননি।