প্রবাসীদের জন্য হাইকমিশনের সেবা সহজে নিশ্চিত করার লক্ষ্যে তিনটি নিবেদিত মোবাইল নম্বর চালু করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
শনিবার (০৪ সেপ্টেম্বর) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশি প্রবাসীদের জানানো যাচ্ছে যে, এই কলের মাধ্যমে কোনো অনুরোধ বা তথ্য পেলে হাইকমিশন দ্রুত ব্যবস্থা নেবে।
আরও পড়ুন: কর্মী নিয়োগে প্রটোকল চূড়ান্ত করতে কুয়ালালামপুরকে ঢাকার অনুরোধ
ফোন নম্বরগুলো হলো - ০১০৪৩০৩১১০ (পাসপোর্ট সম্পর্কিত), ০১০৪৩০৩০২০ (পাসপোর্ট সম্পর্কিত) এবং ০১১২৬২০৬৭০১ (শ্রম ও কল্যাণ সম্পর্কিত)।
যে কোন প্রবাসী বাংলাদেশি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত (সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা) কল করে সেবা নিতে পারবেন।
আরও পড়ুন: বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের পূর্ণাঙ্গ ডিজিটাল' যাত্রা শুরু