প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওই দিন বিজয়ীদের হাতে সিআইপি ২০১৮ কার্ড তুলে দেবে বলে শুক্রবার ইউএনবিকে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ রাশেদুজ্জামান।
আরও পড়ুন: অধিক রেমিট্যান্স আহরণে অনাবাসী সিআইপিদের সংখ্যা ৩ গুণ করা হচ্ছে
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ৬ জানুয়ারি এ সম্মাননা হস্তান্তর করবেন।
সরকার তিনটি ক্যাটাগরিতে- বাংলাদেশে শিল্প ক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ও বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশিকে প্রতিবছর এ সম্মাননা দেয়।
আরও পড়ুন: প্রবাসী বাংলাদেশিদের এনআইডি দেয়ার পরিকল্পনা ঢাকার
এবার বাংলাদেশে শিল্প ক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী হিসেবে একজন, বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে ৩০ জন এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবে সাতজন অনিবাসী বাংলাদেশি এ সম্মান পাবেন, জানান রাশেদুজ্জামান।
আরও পড়ুন: প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করেছে দুদক
গেজেট জারির দিন থেকে সিআইপি নির্বাচন নীতিমালা অনুসারে সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন নতুন সিআইপিরা।
আরও পড়ুন: দেশে ফিরছেন ২৮৮৪৯ প্রবাসী বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী