প্লাস্টিকের ভয়াবহতা বোঝাতে পরিবেশ রক্ষার আহ্বান নিয়ে ১৫ হাজার কিলোমিটার পায়ে হেঁটে বাংলাদেশে এসেছেন ভারতীয় এক যুবক।
তার নাম রোহান আগারওয়াল (২০)। তিনি ভারতের মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা এবং ভারতের গভর্নমেন্ট সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিজ দেশের ২৭টি রাজ্য ভ্রমণ ও জনগণকে মোটিভেশন শেষে বাংলাদেশেরও কয়েকটি জেলা ঘুরে চাঁদপুরে আসেন তিনি।
চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, ‘অল্প বয়সেই সে বৈশ্বিক ইস্যু নিয়ে কাজ করছে। এটি আমাদের ও অন্যদের জন্য একটি অনুপ্রেরণা। বিষয়টি জানার পর তাকে স্বাগত জানাই। তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছি।’
শহরের বিভিন্ন স্কুলে এ বিষয়টি নিয়ে ক্যাম্পেইন করছেন তিনি। শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। তার আলোচনার বিষয়বস্তু হলো-প্লাস্টিকের ভয়াবহতা!
আরও পড়ুন: আগামী দশকে ৮০ শতাংশ প্লাস্টিক বর্জ্য কমানোর প্রতিশ্রুতি অস্ট্রেলিয়ার