নারায়ণগঞ্জের ফতুল্লায় ইমন (২২) নামে এক যুবককে শ্বাসরোধ ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফতুল্লার নিউ হাজীগঞ্জস্থ জনৈক আজাদ বক্সের পরিত্যক্ত একটি বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ইমনের বাবা ইব্রাহিম হোসেন ইবু। ইমন হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের দেলোয়ার হোসেনের বাসায় ভাড়া থাকতেন।
জানা যায়, নিহত ইমনের গলায় লোহার শিকল ও দড়ি পেঁচানো ছিল। সেই সঙ্গে শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: সিলেটে ‘নারীর ছদ্মবেশে থাকা যুবক’ খুনের ঘটনায় গ্রেপ্তার ৬
নিহতের বাবা ইব্রাহিম হোসেন ইবু জানান, ইমন মাদকাসক্ত ছিলো। স্থানীয় কিছু মাদকাসক্তদের সঙ্গে চলাফেরা করতো। তাকে মাদকমুক্ত করতে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু মাদক ছাড়েনি।
তার ধারণা, মাদক নিয়ে বিরোধের জের ধরে অন্যান্য মাদকাসক্তরাই ইমনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তার পিঠেও আঘাতের রক্তাক্ত জখম রয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) কাজী মাসুদ রানা জানান, নিহতের গলায় পেঁচানো লোহার চেইন ও দড়ি পেয়েছে পুলিশ। তাছাড়া শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মাদক নিয়েই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোন সময় হত্যাকাণ্ডটি হতে পারে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় জোড়া খুন: গ্রেপ্তার ৪