প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বৈশ্বিক তুলনায় বাংলাদেশি ফরাসি বিনিয়োগ কম। বাংলাদেশে বিনিয়োগ সুবিধা প্রত্যক্ষ করার জন্য আমি ফরাসি বিনিয়োগকারীদের আহ্বান করছি।’
বুধবার প্যারিসে এমইডিইএফ ইন্টারন্যাশনাল ও ফরাসি বিজনেস কনফেডারেশনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান করেন।
তিনি বলেন, বিনিয়োগ উন্নয়ন সংস্থা ও বিডা সম্ভাব্য সকল উপায়ে ফরাসি বিনিয়োগকারীদের সহযোগিতা করে খুশি হবে।
তিনি উপদেশ দিয়ে বলেন, ‘আপনাদের প্রবেশ সহজতর করতে স্থানীয় একজন অংশীদার খুঁজতে পারেন। দীর্ঘ মেয়াদে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে আপনাকে ভালোভাবে পরামর্শ দেয়া হবে।’
হাসিনা বলেন, তিনি নিশ্চিত যে ফরাসি বিনিয়োগকারীদের বিনিয়োগের বিপরীতে মুনফার সম্ভাবনার বিষয়ে তারা আত্মবিশ্বাসী।
বাংলাদেশ-ফ্রান্স বিজনেস কাউন্সিল স্থাপনের জন্য এমইডিইএফকে ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের অবিরত প্রতিক্রিয়া ও সুপারিশকে স্বাগত জানাবো।’
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বি পক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে তারাও একমত হয়েছেন।
তিনি বলেন, ‘এটা আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বেরও প্রতিফলিত হওয়া উচিত। আর এ জন্য আমি আপনাদের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করি।’
আরও পড়ুন: ২০৪১ সালের মধ্যে ৪০% নবায়নযোগ্য জালানি ব্যবহারে রোড ম্যাপ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর
প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ঢাকা-প্যারিস সম্মতিপত্র স্বাক্ষর
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্ক নিয়ে কসমস ফাউন্ডেশনের ওয়েবিনার বৃহস্পতিবার