ফেনীর পরশুরামে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা মামলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার নুরুজ্জামান ভুট্টু পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
র্যাব ৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২৩ ডিসেম্বর পরশুরামে শাহীন চৌধুরী (৫৫) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়। নিহত শাহীন পরশুরাম বাজারের একটি দোকানে কাজ করতেন। সেখান থেকে হার্ডওয়্যারের সাত লাখ টাকার মালামাল বাকিতে কেনেন চেয়ারম্যান নুরুজ্জমানের সহযোগী হাসেম। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পরশুরাম উত্তর বাজারে হাসেমের কাছে পাওনা টাকা চাইলে, তিনি ফোন করে চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুকে ডেকে আনেন। পরে হাসেম, নুরুজ্জামান ভুট্টু ও তাদের সহযোগীরা শাহীনকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী বাদী হয়ে পরশুরাম থানায় একটি মামলা করেন।
আরও পড়ুন: ফেনীতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলায় দোকান কর্মচারীর ‘মৃত্যু’