বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাকিল আহম্মেদ (২৪) ও অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
রবিবার বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জের রহবল বন্দরে দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আারও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
শাকিল উপজেলার কিচক ইউনিয়নের কমলিহার গ্রামের আব্দুল মজিদের ছেলে। তবে তার সঙ্গে থাকা নিহত নারীর পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শাকিল ও এক নারী মোটরসাইকেল যোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে রংপুর থেকে পাবনাগামী নবীন বরণ পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আারও পড়ুন: যশোরে ট্রাকচাপায় সবজি ব্যবসায়ী নিহত
এসময় বাসটি বগুড়ার দিকে পালিয়ে গেলে বিকাল সোয়া ৩টার দিকে হাইওয়ে পুলিশ বগুড়া শহরতলীর মাটিডালী বিমান মোড় এলাকা থেকে চালক-হেলপারসহ বাসটি আটক করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় বিকাল সোয়া ৩টার দিকে হাইওয়ে পুলিশ বগুড়া শহরতলীর মাটিডালী বিমান মোড় এলাকা থেকে চালক-হেলপারসহ বাসটি আটক করেন।
এছাড়া দুর্ঘটনায় নিহতদের লাশ গোবিন্দগঞ্জে নিয়ে আসা হয়েছে।
আারও পড়ুন: আগস্টে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৯