বগুড়ার শেরপুর উপজেলায় সম্প্রতি দায়ের করা মামলায় গ্রেপ্তার এড়াতে পলাতক ৫৫ বছর বয়সী এক বিএনপি নেতর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার মান্দাইল গ্রামের সরিষাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মতিন (৫৫) মান্দাইল গ্রামের মৃত কফিলের ছেলে। তিনি বিশালপুর ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, গত ১৫ নভেম্বর বিএনপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। ওই দিন থেকে তিনি বাড়ি থেকে পলাতক ছিলেন।
মতিনের শ্যালিকা শাহনাজ খাতুন জানান, স্ত্রীর অসুস্থতার কারণে গত চার মাস ধরে মতিন শেরপুরে মেয়ের বাড়িতে বসবাস করছিলেন। বুধবার সকালে তিনি কিছু গরম কাপড় নিতে বাড়িতে আসেন এবং কিছুক্ষণ পরে আবার চলে যান।
আরও পড়ুন: ঢাকায় ফ্ল্যাট থেকে দুই বোনের লাশ উদ্ধার
কিন্তু বৃহস্পতিবার সকালে সরিষাখেতে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।