বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় এক আইনজীবী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে বগুড়া-সান্তাহার সড়কের উপজেলার রহিমা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আইনজীবী মাহবুবুর রহমান ফারুক (৬৮) দুপচাঁচিয়া উপজেলার খিয়াল মধ্যপাড়ার আইস প্রামাণিকের ছেলে। তিনি বগুড়ার আদালতে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রাক্টর খাদে পড়ে চালকসহ নিহত ৩
কাহালু ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর রুবেল রানা জানান, শনিবার সকাল ৮টার দিকে ফারুক মোটরসাইকেল উপজেলার রহিমা ফিলিং স্টেশন থেকে তেল নেন। এরপর মোটরসাইকেল নিয়ে রাস্তায় ওঠার সময় স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলের গতি কমালে পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এবং এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর পরই চালক ও তার সহকারী ট্রাক রেখে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে পুলিশ পৌঁছে ট্রাকটি জব্দ করে ও লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাবা-ছেলে নিহত
সাবেক এপিপি ও বগুড়া বার সমিতির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান ফারুকের মৃত্যুতে বার সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন এবং সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ গভীর শোক প্রকাশ করেছেন।