বগুড়ার সোনাতলা রেলস্টেশনের পাশে ও দুপচাঁচিয়ার তালোড়া রেল স্টেশনে রবিবার ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে।
মৃত কোহিনুর বেগম (৫০) আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম উত্তরপাড়ার আমজাদ হোসেনের স্ত্রী এবং তানজিলা আকতার (৩৫) সোনাতলার হারিয়াকান্দি গ্রামের আহমেদ সরকারের মেয়ে।
আরও পড়ুন: নাচোলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, তানজিলা সকালে সোনাতলা রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলেন। সকাল ৯টার দিকে সান্তাহার ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। তানজিলা স্টেশনের কাছে স্টেডিয়াম মাঠ এলাকায় ট্রেনে কেটে মারা যান।
দুপচাঁচিয়ার তালোড়া রেলওয়ে স্টেশন মাস্টার মারুফা শারমিন জানান, সকালে সান্তাহার ছেড়ে আসা লালমনিরহাটগামী কমিউটার ট্রেন তালোড়া স্টেশনে যাত্রাবিরতি করে। সকাল ৭টার দিকে ট্রেন গন্তব্যের দিকে রওনা হয়। এসময় কোহিনুর চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে দুই পা কেটে আহত হন।
দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। প্রশাসনের অনুমতিতে স্বজনরা লাশ নিয়ে গেছে।
বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যুর বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর এবং সান্তাহার জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত