বগুড়া সদর উপজেলায় ৬৫ বছর বয়সী এক যুক্তরাষ্ট্র প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বলে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আব্দুর রাজ্জাক সরকার যুবদলের সাবেক নেতা। তিনি মার্কিন নাগরিক ছিলেন এবং সেখানে তার পরিবারের সঙ্গে থাকতেন।
স্থানীয়রা জানান, বুধবার মধ্যরাতে উপজেলার মহিষবাথান গ্রামে মায়ের কবর জিয়ারত শেষে রাজ্জাক একটি চায়ের দোকানে বসে থাকার সময় তার ভাতিজা ওমর খৈয়াম সরকার রোপনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ১০-১২টি মোটরসাইকেল নিয়ে তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
এরপর লাইসেন্স করা পিস্তল দিয়ে দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলেও রাজ্জাক ত্রিমোহনীতে রাস্তায় পড়ে আহত হন।
আরও পড়ুন: বগুড়ায় গার্মেন্টস কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ
পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান, বুধবার সকালে নিহত রাজ্জাকের ভাতিজা ওমর খৈয়ামকে আটক করা হয়েছে।
এছাড়া রোপনের সহযোগী আব্দুল হান্নান, জনি ও আল আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদেরও আটক করা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। লাশ হাসপাতালের মর্গে রয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পরিদর্শক।