বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ব্যয় বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাবের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে এর অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের প্রাথমিক খরচ বেড়ে যাওয়ায় এটি নির্মাণে ব্যয় বৃদ্ধির বিষয়টি শর্তসাপেক্ষে অনুমোদন দেয়া হয়েছে। জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) সহযোগিতায় কাজটি করা হচ্ছে। এই প্রকল্পে প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা থেকে বেড়ে এখন হয়েছে ১২ হাজার ৯৫০ কোটি ৬ লাখ টাকা।’
তিনি বলেন, ‘প্রকল্পের প্রোফাইল, ডিপিপি এবং সংশোধিত ডিপিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুমোদন করাতে হবে এবং বর্ধিত ব্যয় অবশ্যই একনেকে অনুমোদিত হতে হবে।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘কাজের পরিমাণ বাড়ার কারণেই এর ব্যয় বেড়েছে। আর এ বিষয়ে একনেকে আলোচনা হওয়া ভালো। ব্যয় বৃদ্ধির পুরো অর্থ জাইকা দেবে।’