বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পাল্টাপাল্টি কর্মসূচি পালনকালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় দু’জন আহত হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। সেইসঙ্গে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি গঠন হয়নি। যে যার মতো করে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছে। আর গ্রুপগুলো দীর্ঘদিন ধরে আলাদা আলাদা কর্মসূচিও পালন করে আসছে। এ নিয়ে ক্যাম্পাসে প্রায়ই বিবাদে জড়ায় পক্ষগুলো। এর ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসেও আলাদা কর্মসূচি পালনের ডাক দেয় তারা। এই নিয়ে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নীচতলায় রক্তিম-ইভান এবং সিফাত-রিদম ছাত্রলীগের আলাদা দুটি গ্রুপ বিবাদে জড়ায়। যা কথা থেকে হাতাহাতি ও মারামারি পর্যন্ত গিয়ে গড়ায়।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ৪ অক্টোবর
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সমর্থক সিফাত ও স্থানীয় সাংসদ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখের অনুসারী রক্তিম দুটি গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচি পালনকালে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো. খোরশেদ আলম বলেন, কর্মসূচি পালন নিয়ে মারামারি নয়, তবে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো। তখন আমাদের এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে দুইগ্রুপকে দু’দিকে বিভক্ত করে দেয়া হয়।
বরিশাল বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ৬ মাস পর ভিসি পেল বরিশাল বিশ্ববিদ্যালয়