ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপ অনুসারে বিশ্বের বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
রাজনীতি, অর্থনীতি, অপরাধ, শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ১৪০টি দেশকে নিয়ে এই তালিকা করা হয়েছে।
১৪০টি দেশের মধ্যে ৩৩.৫ পয়েন্ট নিয়ে তালিকায় ১৩৭ নম্বরে আছে বাংলাদেশ। তালিকায় ঢাকা স্থিতিশীলতায় ৫৫ পয়েন্ট, স্বাস্থ্যসেবায় ১৬ দশমিক ৭, সংস্কৃতি ও পরিবেশে ৩০ দশমিক ৮, শিক্ষায় ৩৩ দশমিক ৩ এবং অবকাঠামোতে ২৬ দশমিক ৮ পয়েন্ট পেয়েছে।
আরও পড়ুন: ঢাকার বায়ু দূষণ: হাইকোর্টের আরও ৩ দফা নির্দেশনা
২০১৯ সালের তালিকায় তৃতীয় বাস অযোগ্য শহর ছিল ঢাকা এবং ২০১৮ সালে এই তালিকায় ঢাকা ছিল দ্বিতীয় অবস্থানে।
নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর তালিকায় শীর্ষে রয়েছে।
যদিও বিশ্বব্যাপী জীবনযাত্রার মান কমেছে কিন্তু এশিয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো এই বছর তালিকায় শীর্ষ দশে রাজত্ব্য করছে।
বাসযোগ্য শহরের তালিকায় অকল্যান্ড শহরের পর যথাক্রমে জাপানের ওসাকা, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, নিউজিল্যান্ডের ওয়েলিংটন ও জাপানের টোকিও,অস্ট্রেলিয়ার পার্থ, সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ব্রিসবেন শহর শীর্ষ দশে রয়েছে।
করোনা মহামারীর কারণে ইআইইউ এবার স্বাস্থ্যসেবা বিষয়টির উপরও নজর দিয়েছে।
ইআইইউ’র বৈশ্বিক অর্থনীতিক প্রধান সাইমন বাপিস্ট এর মতে, এই র্যাংকিংয়ে করোনা সুস্পষ্ট প্রভাব ফেলেছে।
বাপিস্টের মতে জরিপ চলাকালে বিভিন দেশে করোনার ঢেউ এবং লকডাউন থাকার কারণে ইউরোপীয় দেশগুলো এই তালিকায় পিছিয়ে পরেছে।
এর মধ্যে গত কয়েক বছর ধরে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে থাকা ভিয়েনা এবার ১২ ধাপ নিচে নেমেছে।
সিরিয়ার দামেস্ক শহর বাস অযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে।