বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবিলায় বৃহত্তর প্রতিশ্রুতির অংশ হিসেবে বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, নতুন ডোজগুলি বাংলাদেশ সরকারকে ১২ বছর বা তার বেশি বয়সীদের জন্য টিকা সম্প্রসারণ কার্যক্রম চালিয়ে যেতে এবং ২০২১ সালের শেষ নাগাদ জনসংখ্যার ৪০ শতাংশকে টিকা দেয়ার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে।
দূতাবাস আরও জানিয়েছে,ফাইজারের টিকা দেয়ার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ যা ২০২২ সালের মধ্যে বিশ্বব্যাপী ফাইজার টিকার এক বিলিয়ন ডোজ বিনামূল্যে প্রদান করে বিশ্বব্যাপী করোনা মোকাবিলায় নেতৃত্ব দিবে।
জাতীয়ভাবে করোনা টিকাদান কার্যক্রমকে সমর্থন করতে এবং মহামারি মোকাবিলায় সরকারের প্রতিক্রিয়া জোরদার করতে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: আরও এক কোটি ৪০ লাখ ফাইজার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র