পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে যা কিছু সম্ভব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা করেছেন।
শুক্রবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোমেন এসব কথা বলেন।
আরও পড়ুন: মিয়ানমারকে সতর্ক করেছে সরকার: মর্টার শেল ছোড়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ মাত্র সাড়ে তিন বছরে ১২৬টি দেশের স্বীকৃতি পেয়েছে। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুও মাত্র আড়াই মাসের মধ্যে বাংলাদেশ থেকে ভারতীয় সেনাদের ফেরত পাঠান। তার শাসনামলে বাংলাদেশ সব বড় বৈশ্বিক সংস্থার সদস্যপদ লাভ করলেও, তার সবচেয়ে বড় অবদান ছিল ক্ষমতা গ্রহণের মাত্র ৯ মাসের মধ্যে দেশকে একটি সংবিধান উপহার দেয়া।’
মোমেন আরও বলেন, শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর কীর্তি সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধু শিক্ষা, সংস্কৃতি, ধর্মসহ সব ক্ষেত্রেই কাজ করেছেন। কৃষি খাতে তার নীতি ও কৌশল এখনও আমাদের পথ দেখায়। আমাদের পররাষ্ট্রনীতি, যেটা হল ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বিদ্বেষ নয়’, সেটাও তাঁরই মস্তিষ্কপ্রসূত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখিকা ও সমাজসেবক সেলিনা মোমেন। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের সচিব ফাহিমা ইয়াসমিনসহ অন্যান্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দেশকে শক্তিশালী ভিত্তি দিতে জাতির পিতা সবকিছুই করেছেন: পররাষ্ট্রমন্ত্রী