প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ যথেষ্ট এগিয়েছে। তাই বাংলাদেশ রোকেয়ার স্বপ্ন পূরণ করেছে।
তিনি বলেন, ‘বেগম রোকেয়া যেমন বলেছিলেন আমাদের নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে- সেজন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। তিনি (রোকেয়া) বলেছিলেন, যেদিন নারীরা জজ-ব্যারিস্টার হবেন সেদিনই তার স্বপ্ন পূরণ হবে। সে ক্ষেত্রে আমরা যথেষ্ট এগিয়েছি।’
শনিবার (৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন ও বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
আরও পড়ুন: বিশিষ্ট ৫ নারীর হাতে বেগম রোকেয়া পদক ২০২৩ তুলে দিলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, অনেক উন্নত দেশ এখনো একজন নারীকে সরকার প্রধান হিসেবে নির্বাচিত করতে পারেনি। আজ পর্যন্ত সবচেয়ে ক্ষমতাধর দেশেও একজন নারী প্রেসিডেন্ট হতে পারেননি।
রোকেয়ার স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশেই আমরা তার প্রত্যাশা অনেকটাই পূরণ করতে পেরেছি।’
বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
সমাজ, নারী শিক্ষা ও ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য ৫ জন নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: গোপালগঞ্জ সফরে নির্বাচনী আচরণবিধি রক্ষা করেছেন প্রধানমন্ত্রী
পদক গ্রহীতা ৫ জন হলেন- নারী শিক্ষার জন্য বগুড়ার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম (মরণোত্তর); নারী অধিকারের জন্য রংপুরের প্রখ্যাত প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আক্তার; নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য নেত্রকোণার কামরুন্নেসা আশরাফ দিনা (মরণোত্তর); পল্লী উন্নয়নের জন্য ঠাকুরগাঁওয়ের রণিতা বালা এবং লক্ষ্মীপুরের নিশাত মজুমদার (পর্বতারোহী)।
অনুষ্ঠানে পদক গ্রহীতাদের পক্ষ থেকে নিশাত মজুমদার তার অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর