চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যৌথভাবে টিকা উৎদনের জন্য এখানকার অংশীদারদের সঙ্গে কাজ করছে। ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
হুয়ালং ইয়ান বলেন, চীন এ পর্যন্ত প্রায় ১০০টি দেশে টিকা সরবরাহ করেছে এবং কোভ্যাক্সে এক কোটি ডোজের প্রথম চালান সরবরাহ করতে যাচ্ছে।
আরও পড়ুনঃ এখন থেকে ৩৫ বছর হলেই টিকার নিবন্ধন
বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ চীনা টিকার প্রথম চালান পেয়েছে বলেও জানিয়েছেন ইয়ান। তিনি বলেন, চীন বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথভাবে গবেষণা ও উন্নয়নের পাশাপাশি উৎপাদন করছে। এছাড়াও অনেক দেশের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের দেশের টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চালাতে সহায়তা করেছে।
আরও পড়ুনঃ টিকা পরীক্ষার বানর ধরতে গিয়ে ‘লাঞ্ছিত’ পাঁচ
ইয়ান বলেন, চীনের তৈরি করোনার টিকার নিরাপত্তা ও কার্যকারিতা ব্যাপকভাবে স্বীকৃত, আন্তর্জাতিক সম্প্রদায়ে বেশ সুনাম অর্জন করেছে।