আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে জানিয়েছে তিনি বলেন, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
তাদের মধ্যে দুজন সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরেছেন, বলেন ফ্লোরা।
ইতালি ফেরত দুজনের সংস্পর্শে আসা চারজনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল। তাদের মধ্যে এক নারীর পজেটিভ আসে এবং বাকি তিন বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, বলেন ফ্লোরা।
বাংলাদেশে আসার পর ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিলে ইতালি ফেরত দুজন আইইডিসিআর এর হটলাইন নম্বরে যোগাযোগ করে জানিয়ে তিনি বলেন, পরীক্ষার পর তাদের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।
ফ্লোরা আরও বলেন, এ ভাইরাস দেশব্যাপী ছড়িয়ে পড়ার মতো বা স্কুল-কলেজ বন্ধ ঘোষণার মতো পরিস্থিতি এখনও হয়নি।
ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজন না হলে জনসমাগমে না যাওয়ার পরামর্শ দেন আইইডিসিআর পরিচালক।
তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেয়া আছে।
এর আগে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমাদের পর্যাপ্ত সক্ষমতা (করোনাভাইরাস মোকাবিলায়) রয়েছে এবং আমরা যথাযথ ব্যবস্থা করবো। এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।’
আরও পড়ুন: করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী
> করোনাভাইরাস: লক্ষণ, প্রতিরোধ ও আরও তথ্য
> করোনাভাইরাস: যাদের ঝুঁকি বেশি, শরীরে যে ধরনের প্রতিক্রিয়া হতে পারে
> করোনাভাইরাস: মাস্ক পরে কি সংক্রমণ ঠেকানো সম্ভব?
> করোনা থেকে আপনার সন্তানকে বাঁচাতে করণীয়
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জায়গায় সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে হবে।
শেখ হাসিনা আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিদিন করোনাভাইরাস সংক্রান্ত নির্দেশনা দিচ্ছে। আমি অনুরোধ করব সকলকে সেই নির্দেশনাবলী মেনে চলার।
করোনাভাইরাস সম্পর্কে সবার মধ্যে সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে এক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহানে প্রথম এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। আড়াই মাসের কম সময়ের মধ্যে বিশ্বের অর্ধেক দেশে সংক্রমণ শনাক্ত হলেও বাংলাদেশ এখন পর্যন্ত এ তালিকার বাইরে রয়েছে। তবে বাংলাদেশে নিশ্চিতভাবে কেউ আক্রান্ত না হলেও সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে কোয়ারেন্টাইন (ভাইরাস সংক্রমণ হওয়া রোধে পৃথক করে রাখার বিশেষ ব্যবস্থা) করে রাখা হয়েছে।
গত শনিবার পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বে এক লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর এসবের বেশিরভাগই উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের ঘটনা। চীনের পরে করোনার ভয়াবহতায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের ইতালি ও মধ্যপ্রাচ্যের ইরান।