বাংলাদেশ ও ভারতের নৌ সচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক আগামী মঙ্গলবার ও বুধবার (১৯ ও ২০ ডিসেম্বর) স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হবে।
বৈঠকে প্রথম দিন প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের (পিআইডব্লিউটিঅ্যান্ডটি) অধীন স্ট্যান্ডিং কমিটির সভার পাশাপাশি ইন্টার গভর্নমেন্টাল কমিটির (আইজিসি) সভা হবে।
আরও পড়ুন: ৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারত যৌথভাবে ‘মৈত্রী দিবস’ পালন করবে
পরদিন হবে নৌ সচিব পর্যায়ের বৈঠক।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রমাচন্দ্রন নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।
বাংলাদেশের পক্ষে এসব সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল গঠন করা হয়েছে।
ভারত ইতোমধ্যে সভায় অংশগ্রহণের জন্য ২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের তালিকা দিয়েছে।
আরও পড়ুন: উদ্বোধন হওয়া ৩ উন্নয়ন প্রকল্প থেকে বাংলাদেশ ও ভারত উভয় দেশের জনগণ উপকৃত হবে: প্রধানমন্ত্রী