মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, ‘শুধু বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এসব শ্রমিক রিক্রুট করা হবে।’
আরও পড়ুন: জর্ডানে শ্রম বাজার সুরক্ষায় দূতাবাসের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত
জর্ডানের একজন নিয়োগকর্তা সেখানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেছেন এবং তার দল শিগগিরই বাংলাদেশ সফর করবে।
ড. মোমেন বলেন, ‘এটি আমাদের জন্য একটি ভালো সুযোগ।’
আরও পড়ুন: জর্ডানে ৭০০ বাংলাদেশির মাঝে দূতাবাসের ত্রাণ বিতরণ
বিশ্বের তৈরি পোশাক পণ্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
ইতোমধ্যে বেশ কিছু বাংলাদেশি কর্মী জর্ডানের তৈরি পোশাক খাতে কাজ করছেন।
আরও পড়ুন:জর্ডানে বাংলাদেশিদের মাঝে দূতাবাসের খাদ্য বিতরণ শুরু
এ মাসের শুরুতে জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান জর্ডানের বৃহত্তম পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত বাংলাদেশি কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে দূতাবাস সর্বদা তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুকে নিয়ে ইউনেস্কোর পুরস্কারে আমরা গর্বিত: পররাষ্ট্রমন্ত্রী