বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) তাদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী। সে কারণে প্রতিবছর এই দিনটি ‘বিমান বাহিনী দিবস’ হিসেবে পালিত হয়।
ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে ভারত সরকারের দেওয়া একটি অটার বিমান, একটি ডাকোটা বিমান এবং একটি অ্যালুয়েট হেলিকপ্টার দিয়ে ‘কিলো ফ্লাইট’ নামে বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু করে।
সেসময় ইউনিটটিতে বাঙালি পাইলট, প্রযুক্তিগত বাণিজ্যের এয়ারম্যান এবং বেসামরিক বিমানচালক সহ ৫৭ জন সদস্য ছিল।
আন্তঃসেবা জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সরকারি সফরে ইউএই’র উদ্দেশে রওনা হয়েছেন বিমান বাহিনী প্রধান
অনুষ্ঠানে ‘কিলো ফ্লাইট’ শীর্ষক ডকুমেন্টারি, বিমান বাহিনীর বিবর্তনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর অবদান, বিমান বাহিনীর বর্তমান উন্নয়ন এবং বাফওয়া’র উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাবেক বিমান বাহিনী প্রধান, আমন্ত্রিত ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এয়ারম্যান, এমওডিসি (এয়ার), বেসামরিক নাগরিক এবং ঢাকা এলাকার সকল বিএএফ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিমানবাহিনী প্রধান বলেন, বিমানবাহিনীর সকল ক্ষেত্রের সদস্যদের উচিত মুক্তিযুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করা এবং দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা।
এর আগে বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে বিএএফ ঢাকায় বিভিন্ন বিমানের ফ্লাইপাস্টের আয়োজন করে। এছাড়া দেশ ও বিমানবাহিনীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবাহিনীর ঘাঁটি, ইউনিট ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ব্যানএয়ার কন্টিনজেন্টসমূহে প্রীতিভোজের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা ফাঁকি দিয়ে বিমানে শিশু: ১০ কর্মকর্তা বরখাস্ত
বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বাংলাদেশ-জাপান বাণিজ্য ও সম্পর্ক জোরদার করবে: বিসিসিআইজে সভাপতি