বাগেরহাটের ফকিরহাটে নিঁখোজের একদিন পর চুরি হওয়া শিশু উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) গভীর রাতে খুলনা শহরের মিয়াপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে খুলনা সদর থানা পুলিশ।
উদ্ধার হওয়া আড়াই মাস বয়সী শিশু সাজিদ ফারাজী বাগেরহাটের ফকিরহাটের জাড়িয়া-মাইট কুমড়া এলাকার কৃষক আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পতির সন্তান।
আরও পড়ুন: মাগুরায় ইজিবাইকের চাপায় শিশু নিহত
জানা যায়, শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফারাজী ও সুমি দম্পতির ঘর থেকে চুরি হয় শিশু সাজিদ ফারাজী।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, শিশু চুরির খবর পাওয়ার পর থেকে পুলিশ অভিযান শুরু করে। পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা শিশুটিকে ব্যাগের মধ্যে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: চৌগাছায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে শিশুর মৃত্যু
করোনাকালে শিশুদের লেখাপড়ার ওপর ডিজিটাল-বৈষম্যের ভয়াবহ প্রভাবের বিষয়টি উঠে এসেছে জরিপে: ইউনিসেফ