জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে শনিবার বাগেরহাটে এক জেলের বাড়ি থেকে একটি লবণাক্ত পানির কুমির উদ্ধার করা হয়েছে।
রামপাল উপজেলার কালেরবেড় গ্রাম থেকে আট বছর বয়সী চার ফুট লম্বা কুমিরটিকে উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তারা।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, শুক্রবার বিকালে পশুর নদী থেকে কুমিরটি জেলেদের জালে ধরা পড়ে এবং পরে স্থানীয় এক যুবক ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান।সেখান থেকে বিষয়টি সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেনকে জানানো হয়।
আজাদ কবির জানান, সুন্দরবনের একটি খালে কুমিরটিকে অক্ষত অবস্থায় অবমুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে উদ্ধার হওয়া কুমির বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে ৩টি কুমির অবমুক্ত