বাগেরহাটের ফকিরহাটে নিখোঁজের সাতদিন পর মাছের ঘের থেকে অনিক অধিকারী নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামের পতিত অধিকারীর মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত অনিক অধিকারী (১৭) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কুমারখালী গ্রামের অতুল অধিকারীর ছেলে।
সে স্থানীয় টাউন নওয়াপাড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশসহ নিহত ৩
এছাড়া ওই কলেজছাত্রকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ মৎস্যঘের ফেলে দেয়া হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান,
পরিবারের বরাত দিয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, অনিক গত ২২ জানুয়ারি স্থানীয় বেতাগা মাছের আড়তে মাছ বিক্রি করতে যায়। এসময় আড়তে মাছ বিক্রি নিয়ে বাকবিতন্ডা হয়। এর পর সে আর বাড়ি ফিরে যায়নি।
সেই থেকে অনিক নিখোঁজ ছিল। স্থানীয় লোকজন রবিবার বিঘা গ্রামে একটি মৎস্যঘেরে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠান।
তিনি আরও জানান, অনিককে শ্বাসরোধ করে হত্যার পর ওই মৎস্যঘেরে মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে। অনিকের ব্যবহৃত মোবাইল ফোন এবং তার পরিধানের জামা-কাপড় উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের আটক এবং হত্যার কারণ উদঘাটন করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।