অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মোবাইল ফোন সেটের ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করায় মোবাইল ফোন সেট কিনতে জনগণকে বেশি টাকা দিতে হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপনের সময় মুস্তফা কামাল ভ্যাট অব্যাহতির প্রস্তাব করেন।
তিনি বলেন, ‘মোবাইল ফোন সেট ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করার প্রস্তাব করছি।’
আরও পড়ুন: বাজেট ২০২২-২৩: রেমিটেন্সের সন্তোষজনক প্রবৃদ্ধি শিগগিরই ফিরবে, প্রত্যাশা অর্থমন্ত্রীর
বাজেট ২০২২-২৩: মূল্যস্ফীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী