বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ‘একসঙ্গে দ্রুত’ যেতে পারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও গভীর ও প্রসারিত করতে বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্র দ্রুত যেতে ইচ্ছুক উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সত্যিই এটা বিশ্বাস করি। এটি শুধু কথার কথা নয়।’
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) অংশীদারিত্বে এইচএসবিসি বাংলাদেশ আয়োজিত ‘ইউএস-বাংলাদেশ বিজনেস ফোরাম: বিল্ডিং অন ৫০ ইয়ারস অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
অপর একটি প্যানেল আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বক্তব্য দেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস, এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান এবং শেভরনের ভাইস প্রেসিডেন্ট (বিজনেস ডেভেলপমেন্ট) জে আর প্রাইরও বক্তব্য দেন।