পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজার ২ নম্বর বুথে শনিবার যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় একজন টোল আদায়কারী আহত হয়েছেন। আপাতত কর্তৃপক্ষ এই বুথে টোল আদায় বন্ধ রেখেছেন।
আহত টোল আদায়কারীর নাম মো. রিপন হোসেন (২২)।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, শনিবার সকালে ‘শরীয়তপুর পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বুথটিতে আঘাত করলে একজন টোল আদায়কারী আহত হন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, বাসের ধাক্কায় ২ নম্বর বুথের ভেতরের কম্পিউটার ও বুথে প্রবেশের দরজা ক্ষতিগ্রস্ত হওয়ায় শনিবার বেলা ১১ টা থেকে টোল আদায় বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, বাসটি আটক করে থানায় রাখা হয়েছে।
তবে বুথটি সচলের চেষ্টা চলছে এবং অন্য চারটি বুথে টোল আদায় স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা