শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সক্ষমতা বাড়াতে সরকার একটি আধুনিক সুসজ্জিত ল্যাবরেটরি প্রতিষ্ঠার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছে।
রবিবার বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআই মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যকে সার্টিফাই করতে উন্নত দেশের মতো বিএসটিআই-এর সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
আরও পড়ুন: দেশের কোন চিনিকলই স্থায়ীভাবে বন্ধ করা হয়নি: শিল্পমন্ত্রী
শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বলেন, বিএসটিআই ২০২১ সালের মে থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত এক হাজার ৬৬৬টি ‘মোবাইল কোর্ট’ পরিচালনা করেছে।
২০১৯ সালে প্রায় দুই হাজার ৯৮৫ মামলা দায়ের করা হয়েছিল, যার ফলে ১৪.৯৬ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া বিএসটিআই এর নিয়ম লঙ্ঘনের দায়ে ২৭টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা, ২৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।
এছাড়া মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় বিভিন্ন কোম্পানির ১০ কোটি টাকার পণ্য জব্দ ও ধ্বংস করেছে বিএসটিআই।