বিচারপ্রার্থীদের জন্য সুপ্রিম কোর্টে ‘ন্যায়কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্ট জাদুঘর সংলগ্ন বিশ্রামাগারটি উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ সময় আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহানউদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম উপস্থিত ছিলেন।
এছাড়া সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। বিশ্রামাগার শেডে বিচারপ্রার্থীদের বসতে অর্ধশতাধিক আসন বসানো হয়েছে। এছাড়া বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা রাখা হয়েছে। এ শেডের পাশের ভবনে টয়লেট ও একটি স্টেশনারি দোকান রয়েছে। উচ্চ আদালতের পাশাপাশি এখন জেলা ও দায়রা জজ আদালতেও ‘ন্যায়কুঞ্জ’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ৬০ দিনের মধ্যে তথ্যকেন্দ্র প্রতিষ্ঠার নির্দেশ হাইকোর্টের