বিশ্বের ক্ষমতাধর নারীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩তম অবস্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বস এ তালিকা প্রকাশ করেছে।
এ তালিকায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন ম্যাকেঞ্জি স্কট, কমলা হ্যারিস ও ক্রিস্টিন লাগার্ড। এছাড়া রাণী দ্বিতীয় এলিজাবেথ ৭০তম অবস্থানে আছেন।
ফোর্বস জানায়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। তিনি চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
শেখ হাসিনার দল আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৮ আসনে জয় পেলে তিনি চতুর্থ বারের মতো জয়ী হন। এটা তার টানা তৃতীয় জয়ও।
চতুর্থ বারের ক্ষমতায় শেখ হাসিনা খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় প্রবেশাধিকারের মতো বিষয়ের ওপর জোর দেয়ার পরিকল্পনা নিয়েছেন বলেও যোগ করে সাময়িকীটি।
বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা করা শেখ হাসিনার জন্য চলমান সংগ্রাম বলেও উল্লেখ করে মার্কিন এ সাময়িকী।
প্রতিবছর ফোর্বস বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করে। এ বছর ১৮তম সংস্করণের তালিকায় ৪০ জন সিইও স্থান পেয়েছেন। এছাড়া এ তালিকায় ১৯ জন বিশ্ব নেতা ও একজন ইমিউনোলজিস্টও রয়েছেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার প্রতি অনেক উদারতা দেখিয়েছি: শেখ হাসিনা
করোনা: জনস্বাস্থ্য ও পুষ্টির ওপর প্রভাব মোকাবিলায় শেখ হাসিনার ৫ প্রস্তাব