বেনাপোলের আমড়াখালি এলাকায় একটি ভ্যান থেকে শনিবার রাতে এক কেজি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার বাজারমূল্য ৯৩ দশমিক ৫ লাখ টাকা।
খবর পেয়ে বিজিবি-৪৯ ব্যাটালিয়নের একটি দল রাত সাড়ে ৯টায় ওই এলাকায় অভিযান চালায়।
রবিবার বিজিবি ৪৯-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কাগজিপুকুরগামী ভ্যানের চালককে বিজিবি সদস্যরা থামানোর চেষ্টা করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে ভ্যানের এক অংশে লুকিয়ে রাখা ৯৩ দশমিক ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করা হয়।
চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হবে বলে জানিয়েছে বিজিবি-৪৯।
উদ্ধার স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ১২
ব্রাজিলের পতাকাবাহী অটোরিকশায় ৫৭ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ২