পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বুধবার ডিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এই্উএসটি) টেকনিশিয়ান মো.মোক্তারুজ্জামান রয়েল, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে আলম মিলন, মোস্তাফিজুর রহমান মিনাল, মো.শামসুল হক শ্যামল ও রাইসুল ইসলাম স্বপন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) একেএম হাফিজ আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার থেকে বুধবার পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মেহেরপুরে দুই ভাই খুন: ৬৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩
অভিযানের সময় পুলিশ তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, পাঁচটি মোবাইল সেট, চারটি প্রশ্নপত্রের ছবি ও হোয়াটসঅ্যাপে উত্তরপত্র, একটি প্রবেশপত্রের ফটোকপি ও নগদ ছয় লাখ টাকা জব্দ করেছে।
একেএম হাফিজ আক্তার বলেন, বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে পাঁচটি ব্যাংকের অফিসার (ক্যাশ)পদের পরীক্ষা গত ৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। আর আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এই্উএসটি) বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন তৈরির দায়িত্ব দেয়া হয়েছিল।
হাফিজ আরও বলেন, আমরা সন্দেহ করেছি ফাঁস হওয়া প্রশ্নগুলি পরীক্ষার অনেক আগেই কয়েক হাজার চাকরিপ্রার্থীর কাছে পৌঁছেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, (এইউএসটি) প্রযুক্তিবিদ মোক্তারুজ্জামান স্বীকার করে বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত অন্যান্য সহকর্মীদের সহায়তায় প্রশ্নের অনুলিপি সংগ্রহ করেছিলেন।
আরও পড়ুন: নোয়াখালীতে মন্দিরে হামলা ও লুঠপাটের ঘটনায় গ্রেপ্তার ৪